মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পেকুয়া উপজেলায় রোববার ১০ মে স্যাম্পল টেস্টে ২ জন করোনা রোগী সনাক্ত করা হয়। এই ২ জন করোনা রোগীই হচ্ছে মহিলা ও একই পরিবারের সদস্য। তাদের বাড়ি বারবাকিয়া ইউনিয়নের বারইয়্যাকাটা গ্রামে। গত ৮মে একই এলাকায় করোনা ভাইরাস সনাক্ত হওয়া যুবকের একজন মা, অপরজন চাচী। তাদের একজনের বয়স ৪৫ বছর, অপরজনের বয়স ২২ বছর।

বিষয়টি পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবের আহমদ সিবিএন-কে জানিয়েছেন। তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ সহ করোনা রোগীদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি ও চলাচল এলাকা ইতিমধ্যে লকডাউন (Lockdown) করে দিয়েছে।

এ ২জন মহিলা করোনা রোগীর শরীরে কোন করোনা ভাইরাস উপসর্গ নাথাকায় তাদেরকে নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে বলে পেকুয়া উপজেলা করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সাবের আহমদ জানিয়েছেন। রোববারের ২ জন করোনা রোগী সহ পেকুয়া উপজেলায় করোনা রোগীর সংখ্যা মোট ১৪ জন।
(বাধ্যবাধকতার কারণে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়া রোগীদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।)