মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলায় রোববার ১০ মে স্যাম্পল টেস্টে ৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়। এরমধ্যে শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় স্বামী স্ত্রী ২ জন, শহরের উত্তর রুমালিয়ার ছরায় ১ জন পুরুষ, তিনি আইওএম-এর চাকরিজীবী, কালুর দোকান টেকপাড়ার একজন পুরুষ, শহরের বার্মিজ মার্কেট এলাকার একজন পুরুষ। অপরজন বাংলাবাজার এলাকার একজন পুরুষ। গত ৬মে ও ৭মে একই এলাকায় করোনা ভাইরাস সনাক্ত হওয়া স্বামী ও স্ত্রী রোববারে সনাক্ত হওয়া রোগীর ভগ্নিপতি ও বোন। তিনি বাংলাবাজারের জনৈক কোম্পানির ভাই।

বিষয়টি কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহেসান সিবিএন-কে জানিয়েছেন। তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ও পুলিশ সহ করোনা রোগীদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি ও চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য তারা সেখানে যেতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এসব করোনা রোগীদের কেস হিস্ট্রি জেনে ও শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখে তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান, সদর উপজেলা করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. আলী এহেসান। রোববার ৬ জন রোগী সহ কক্সবাজার সদর উপজেলায় করোনা রোগীর সংখ্যা মোট ২২ জন।
(বাধ্যবাধকতার কারণে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়া রোগীদের নাম প্রকাশ করা সম্ভব হয়নি।)