চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব চালু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৃতীয় ল্যাব চালু করা হলো। চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে শনিবার (৯ মে) সকাল থেকে শুরু হয় পরীক্ষা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান বলেন, প্রথম দিন হিসেবে মাত্র কয়েকটি নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে আমাদের নমুনা পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। এর আগে গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরীক্ষা। পরে ত্রুটি সারাতে ওই দিনই মেশিনটি ঢাকায় পাঠানো হয়।

পরের দিন ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রামে নমুনা জট কমাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে একটি পিসিআর মেশিন ধার দেয়া হয় চমেকে। সিভাসুর পিসিআর মেশিন দিয়ে ক্যালিব্রেশন করার পর শনিবার থেকে চমেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়।