মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া উপজেলার শীর্ষ একজন জনপ্রতিনিধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ৯ মে তাঁর শরীরের স্যাম্পল টেস্টে রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

বিষয়টি চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ সিবিএন-কে নিশ্চিত করেছেন। করোনা আক্রান্ত জনপ্রতিনিধি তাঁর নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য টিমের তত্বাবধানে চিকিৎসা সেবা নেবেন বলে জানিয়েছেন।

শনিবার করোনা ভাইরাস সনাক্ত হওয়া চকরিয়ার অপর ৩জন রোগী হলো-চকরিয়া পৌরসভার ফুলতলার একজন পুরুষ, চকরিয়া হাসপাতাল পাড়ার একজন মহিলা, তার স্বামী আগে থেকেই করোনা আক্রান্ত। কাজীর পাড়ার একজন মহিলা। তার পুত্রও আগে থেকেই করোনা আক্রান্ত। মোট ২৬ জন রোগী নিয়ে কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে চকরিয়া উপজেলা।