মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়াতে গত ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়া পিতা-পুত্র নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। তারা ২ জনের শরীরের তৃতীয়বারের স্যাম্পল টেস্টের রিপোর্ট ৮মে শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ‘নেগেটিভ’ এসেছে। ভয়ংকর করোনাকে পরাজিত করে জয়ী হওয়া পিতার নাম হচ্ছে-মোতালেব ও পুত্রের নাম হচ্ছে-সাঈদ। চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের হাঁসের দীঘি এলাকার কাচারী পাড়ায় তাদের বাড়ি। এ ২জনকে সেল্ফ আইসোলেসন থেকে মুক্ত করে সুস্থ ঘোষনা করা হয়েছে। এনিয়ে কক্সবাজারে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত ৭৪ জন রোগীর মধ্যে মোট ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, পুত্র সাঈদের শরীরে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয় গত ২৬ এপ্রিল। করোনা ভাইরাস আক্রান্ত হওয়া পিতা পুত্র ২ জনই নিজ বাড়িতে সেল্ফ আইসোলেশনে থেকছিলেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য টিম নিয়মিত তাদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। করোনা আক্রান্ত রোগী চিকিৎসার ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তাদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

বাকী ৬৭ জন করোনা রোগীর মধ্যে একজন মহিলা রোগী গত ৩০ এপ্রিল করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।