সিবিএন প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের দক্ষিণ করিম সিকদার পাড়ায় নারায়নগঞ্জ থেকে আসা ৩২ বছর বয়সী এক গৃহবধুর করোনা শনাক্ত হয়েছে। ফলে তার বাড়ি লকডাউন করে দিয়েছে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৭ মে) রাতে বাড়ি লকডাউনের পাশাপাশি টাঙানো হয় সতর্কতা স্বরুপ লাল পতাকা। আক্রান্ত নারী ওই এলাকার এক প্রবাসীর স্ত্রী।

সে কয়েকদিন আগে নারায়গঞ্জ থেকে মালবাহী ট্রাকে করে কক্সবাজার সদরে ভারুয়াখালীতে আসে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার (৭ মে ) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫০ জনের করোনা স্যাম্পল পরীক্ষায় ২০ জন পজেটিভ হয়েছে। এরমধ্যে পেকুয়া ৯, সদর ৫, চকরিয়া ৩, রামু ১, মহেশখালী ১ ও লোহাগাড়া ১ জন। সদরের ৫ জনের মধ্যে ওই গৃহবধুর শরীরে করোনায় পজেটিভ হয়।