আমার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ভয়েস ওয়ার্ল্ড ২৪ নামক একটি অনলাইন পত্রিকায় “কাজী রাসেল: কারাগারে বসে ‘অপরাধ জগৎ’ নিয়ন্ত্রণ, হাল ধরেছে আইমান-জুয়েল” সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে কাজী রাসেলের অবর্তমানে তার অবৈধ সব লেনদেন এবং অপকর্মের দায়িত্ব পালনকারি এবং সহযোগি হিসেবে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।
আমি নিন্ম প্রতিবাদকারি ফোরকান জুয়েল পেশায় একজন ট্যুর অপারেটর। দীর্ঘ ১৫ বৎসর যাবত সুনামের সাথে ট্যুর অপারেটিং করে স্বচ্ছ জিবন-যাপন করে যাচ্ছি। হোটেল-মোটেল-গেষ্ট হাউজ জোন আমার ব্যবসার পরিধি। কটেজ জোনে আমার যাতায়ত কোন সময় ছিলনা। পর্যটন সর্ম্পকিত কর্মকান্ডে কাজী রাসেলের সাথে আমার মাঝে-মধ্যে যোগাযোগ হলেও কোন ঘনিষ্টতা ছিলনা। মূলতঃ আমি একজন ট্যুর অপারেটর, পর্যটকদের ভ্রমণ সেবা দেওয়াই আমার কাজ। আমি কোনদিন কোন অপরাধ কাজে জড়িত ছিলামনা। আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণিত ও সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণিত ষড়যন্ত্র। আমি একজন নিরহ, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দৃঢ়চিত্তে জানাচ্ছি আমি কোন ভাবেই প্রকাশিত কাজী রাসেলের অপরাধ কর্মকান্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নই। ভবিষ্যতে এই ধরনের সংবাদ পরিবেশনের পূর্বে আমার বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তথ্য যাচাইয়ের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারি-
ফোরকান জুয়েল
ইজিওয়ে প্যাকেজ ট্যুরস্
কলাতলী, কক্সবাজার।