মুহিববুল্লাহ মুহিব , সিবিএন :

করোনা ভাইরাস সংক্রমণিত হয়েছে কিনা পরীক্ষার জন্য কক্সবাজারের টেকনাফ মডেল থানায় কর্মরত ২০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ২০ নমুনা কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) ল্যাবে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বিষয়টি সিবিএনকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।

তিনি জানান, ‘সীমান্তে করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে পুলিশও কাজ করে যাচ্ছে। এই উপজেলায় এ পর্যন্ত একজন চিকিৎসকসহ চার জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, করোনা সন্দেহে টেকনাফ উপজেলায় ২৮ এপ্রিল পর্যন্ত মোট ২৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসকসহ চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এখনও ৬১ জনের রিপোর্ট পাওয়া যায়নি।