ফরিদুল আলম ফরিদ, মক্কা, কাকিয়া থেকে #
করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবের মক্কা নগরীর অধিকাংশ প্রবাসী বাংলাদেশী গৃহবন্দি হয়ে পড়েছে।

ইতিমধ্যে অনেকের খাবার নেই বাসাবাড়িতে। লকডাউনের কারণে কর্মেও যেতে পারছে না। প্রকট অর্থ সংকট দেখা দিয়েছে রেমিটেন্সযোদ্ধাদের। প্রায় দেড়মাস কর্মহীন অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ালেন প্রবাসী ব্যবসায়ী ও বিএনপির নিবেদিত প্রাণ কক্সবাজারের শাহা আলম সিকদার।

২৭ এপ্রিল নিজস্ব তহবিল থেকে দুইশতাধিক অসহায় প্রবাসীকে খাদ্যসামগ্রী দিয়েছেন।

প্রাথমিকভাবে মক্কার খিদুয়া, খুনকারিয়া এলাকাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে অন্য এলাকাগুলোতেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সারাবিশ্ব আজ মহামারী করোনা ভাইরাসের কবলে। পবিত্র নগরী সৌদি আরব প্রায় দেড় মাস ধরে লকডাউনে। বেকার প্রায় ২২ লাখ প্রবাসী। যাদের নিয়ে পরিবার-পরিজনও উদ্বিগ্ন।

সংসারের সুখের তাগিদে প্রবাস জীবনে গিয়ে বন্দিদশায় থাকা এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা শাহা আলম সিকদার।

দুর্দিনে তার মানবিক সহায়তা পেয়ে প্রবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শুধু শাহা আলম সিকদার নন; দুঃসময়ে সাধ্যবান সবাই এগিয়ে আসুক, প্রসারিত হোক সাহায্যের হাত -এমনটি প্রত্যাশা সবার।

গৃহবন্দি ও অর্থ সংকটে থাকা প্রবাসীদের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন শাহা আলম সিকদার।

উল্লেখ্য, প্রবাসী বিএনপি নেতা শাহা আলম সিকদার উখিয়ার ইনানী এলাকার বাসিন্দা।