মুহিববুল্লাহ মুহিব, সিবিএন :

কক্সবাজার জেলা শহরে সরকারি নির্দেশনা অনুসারে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণকল্পে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বাহারছড়া বাজার, হাসপাতাল রোড, টেকপাড়া, বাজারঘাটা, তারাবনিয়ারছড়া, রুমালিয়ারছড়া, বিজিবি ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করে রাস্তায় ও বাজারে যারা অপ্রয়োজনে ঘোরাঘুরি করছিলেন, তাদের বাসায় অবস্থান করার জন্য মাইকিং করা হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বন্ধ করে দেয়া হয়।

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে আনসার বাহিনী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।