আতিকুর রহমান মানিকঃ   
কক্সবাজার শহরের বিভিন্ন বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে খাদ্য পণ্য বিক্রির অভিযোগে ৫ দোকানদারকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) কক্সবাজার শহরের প্রধান সড়ক, বাজারঘাটা, আইবিপি রোড, কালুর দোকান, রুমালিয়ার ছড়ায় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুণ বড়ুয়া।

মূল্য তালিকা না থাকা, কারো কারো মূল্য তালিকা আছে তবে তাতে শুধু পণ্যের নাম আছে মূল্য লেখা নেই, মূল্য তালিকা অন্যত্র সরিয়ে রাখা যা দৃশ্য মান নয়, আবার কেউবা মূল্য তালিকার চাইতে অধিক মূল্যে পণ্য বিক্রি ইত্যাদি অভিযোগে বিভিন্ন দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত দোকানগুলো হলো -জিয়া ট্রেডার্স (চাউল এর দোকান) ৫ হাজার, আল্লাহর দান ফল বিতান ২ হাজার, ডিফারেন্ট সুপার সপ ১ হাজার, রওশন ট্রেডার্স ১ হাজার, কেডিএম ফল বিতান ১ হাজার টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, সরকারি নির্দেশনা থাকলেও অধিকাংশ দোকানদার অমান্য করছে। তাই সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া জানান, সরকারি নির্দেশনা মেনে মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ করে তা দোকানের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে ও তা মেনে বিক্রি করার নির্দেশনা থাকলেও অনেকে মানে না।

সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা বেচা করার আদেশও হরহামেশা লঙ্ঘিত হচ্ছে। তাই অভিযান চালানো হয়েছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।