তাসপ্রিয়া বিনতে কাশেম ,উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলায় উখিয়া কলেজের পাশ ঘেঁষেই নির্মিত হচ্ছে  বৈশ্বিক মহামারী  করোনা আইসোলেশন ইউনিট। নির্মান কাজ চলছে দুর্বার গতিতে। প্রতিদিন কাজ করছেন প্রায় দেড়শতাধিক শ্রমিক।
ইউএনএইচসিআর এর অর্থায়নে ১৫০ শয্যার এ হাসপাতালের নির্মান কাজ চলছে। সহযোগিতা করে যাচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক।নির্মাণাধীন এ আইসোলেশন ইউনিটের নির্মাণ কাজ ইতিমধ্যে অনেক দুর এগিয়েছে।

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, মে মাসের শুরুতেই এ হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে। তিনি আরো জানান শুধুমাত্র রোহিঙ্গা নয়, স্থানীয় এবং রোহিঙ্গা উভয়েই এ হাসপাতালের চিকিৎসা সেবা নিতে পারবে।