মোঃ নুরুল হক সিকদার :

পবিত্র মাহে রমজান উপলক্ষে (রামু-কক্সবাজার) সহ সারাবিশ্বের মুসলামানদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রামু কক্সবাজার ০৩আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ।

এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

কমল বিবৃতিতে বলেন, আসসালামু আলাইকুম রামু কক্সবাজার বাসি আজ দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। এই মাসজুড়ে মুসলমানেরা ইবাদত করবে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় তা ভঙ্গ করবে। রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।পাশাপাশি রামু-কক্সবাজার ব্যবসায়ী ভাইদের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার অনুরোধ জানান।

তিনি আরো বলেন,বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও।

তাই আপনাদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ।তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।

একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে তিনি সবার সুস্বাস্থ্য ও সুরক্ষা কামনা করেছেন।