সিবিএন ডেস্ক
সারাদেশে তাবলিগ জামাতের একাংশের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানের মসজিদে থাকা তাবলিগের কর্মীদের নিজ নিজ বাড়িতে ফিরে যেতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে তাবলিগ জামাতের মাওলানা সাদবিরোধী অংশ। যদিও এতদিন তাবলিগের কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হচ্ছিল। বাংলাদেশে তাবলিগের কাজে আসা পাঁচ শতাধিক বিদেশিও আছেন কাকরাইল মসজিদসহ বিভিন্ন স্থানে।
মাওলানা সাদবিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়ের। তার একটি অডিও বার্তা হোয়াটসঅ্যাপে তাবলিগের কর্মীদের কাছেও পাঠানো হচ্ছে।
অডিও বার্তায় মাওলানা জোবায়ের তাবলিগ কর্মীদের বলেন, ‘এখন যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে ওলামাদের অনুসরণ করা চাই। আর যেসব পদক্ষেপ সরকার নিচ্ছে, সেগুলো যতক্ষণ শরিয়তের সীমার ভেতরে আছে, আমরা এটা অনুসরণ করবো। এমন কোনও পদক্ষেপ সরকার নেয়নি, যা ইসলামবিরোধী। ওলামায় কেরামও বলছেন মসজিদে ফরজ নামাজ পড়ে সুন্নত, নফল বাসায় গিয়ে পড়তে। সেই হিসেবে আমরা আমাদের দেশে মসজিদে আমল আপাতত বন্ধ রাখতে বলছি। জামাতগুলোকে বাড়িতে ফিরে যেতে বলছি। আবার পরিস্থিতি ঠিক হলে সবাই সময় দেবে।’
অডিও বার্তার প্রসঙ্গে তাবলিগের সাথি জহির ইবনে মুসলিম বলেন, ‘মাওলানা জোবায়ের সবাইকে বাড়ি ফিরে যেতে বলছেন। তিনি একটি অডিও বার্তা দিয়েছেন।’