প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের তারাবনিয়াছরা ঐক্য পরিষদের উদ্যোগে তারানিয়াছরা এলাকার নিম্ন আয়ের গরীব অসহায় অর্ধশত পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিরতণ করা হয়েছে।

শুক্রবার ৩ এপ্রিল বিকাল থেকে তারাবনিয়াছরা এলাকার দুস্থ্য এসব পরিবারের মাধ্যে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার খাদ্য সামগ্রি তুলে দেওয়া হয়।

তারাবনিয়াছরা এলাকার তরুন সমাজ সেবকরা নিজ নিজ অর্থায়নে তহবিল গঠন করে। পরে স্থানীয় অসহায় প্রতিবেশীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জয়া কনস্ট্রাকশন & ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন জয়া জাহান চৌধুরী দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় তরুণ সমাজ সেবক সামির রাশিদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন: তারাবনিয়াছরা এলাকার আব্দুল আজিজ, জিহাদ আহমেদ, মোহাম্মদ খালেদ, মোহাম্মদ জিসান, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, ইব্রাহিম মুহাম্মদ রফিক, শাহরিয়ার শাকিল, ইশমাম হোসেন আরিয়ান, মুয়াজ আবুল আহমেদ,সাইফুল ইসলাম,তৌহিদুল ইসলাম,মুহম্মদ ফাহিম, রিদুওয়ানুল হক প্রমুখ।

এদিকে করোনা পরিস্থিতি কারণে কাজকর্ম না থাকায় চরম র্দূদিনে খাদ্য সহায়তা পেয়ে তারাবনিয়াছরা ঐক্য পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সহায়তাগ্রহনকারীরা।