আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের করোনা মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নিউইয়র্ক। সেখানে ব্যাপক হারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কোভিড-১৯। নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় প্রতি ঘণ্টার ব্যবধানে মারা গেছে ২৩ জন।

নিউইয়র্কে এ পর্যন্ত ২ হাজার ৯৩৫ জন মারা গেছে করোনায়। আর গত ২৪ ঘণ্টায় যে ৫৬২ জন মারা গেছে, তা একদিনের হিসাবে সর্বোচ্চ। অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৮৬৩ জনে।

এই অবস্থায় কোভিড-১৯ মোকাবিলায় অন্যান্য অঙ্গরাজ্যগুলো থেকে সহযোগিতা কামনা করেছেন গভর্নর কুমো। অন্তত আরও দুই সপ্তাহ এভাবে মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে বলে আশঙ্কা গভর্নরের।

যুক্তরাষ্ট্রে করোনার প্রথম লক্ষ্যবস্তু নিউইয়র্ক। তবে গভর্নর অ্যান্ড্রিউ কুমোর ধারণা, ক্রমেই অন্যান্য অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়বে কোভিড-১৯।

তবে করোনায় নিউইয়র্ক যখন বিপর্যস্ত, তখন সেখানকার স্বাস্থ্য কমিশনার ডা. হাওয়ার্ড জুকারের ভূমিকা আলোচনায় এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সংক্রমণ এড়াতে জনগণকে মাস্ক পরার বিষয়ে এখনও উৎসাহ দিতে দেখা যায়নি তাকে।

ডেইলি মেইলের প্রতিবেদন আরও বলছে, করোনায় নিউইয়র্কে মৃতের সংখ্যা টুইন টাওয়ারে হামলায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ৯/১১-এর ওই বিমান হামলায় ওইদিন ২ হাজার ৭৫৩ জন মারা যান এবং পরবর্তীতে পেন্টাগন ও ইউনাইটেড ফ্লাইট ৯৩ আরেক বিমান হামলায় আরও ২২৪ জন মারা যান।