রিদুয়ানুর রহমান:
মরিচ্যা উত্তর বড় বিলে কর্মহীন ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কক্সবাজার জেলা যুবদল নেতা, সমাজ সেবক সাজ্জাদুল ইসলাম লিটন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় উত্তর বড় বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সাজ্জাদুল ইসলাম লিটন প্রতিবেদককে জানান, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শাহজাহান চৌধুরীর আহবানে সাড়া দিয়ে প্রথম ধাপে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান। এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান এই সমাজসেবক।