ইমাম খাইর, সিবিএনঃ
করোনা ভাইরাসের এই করুণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অমান্য ও চায়ের দোকান খোলা রাখায় কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়ায় ৩ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) এই দণ্ড প্রদান করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।
এছাড়া সমিতিপাড়া বাজার এলাকায় করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, করোনা সংক্রমণ থেকে জনগণকে বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম কমাতে প্রশাসনের বিভিন্নমুখী তৎপরতা চলছে। কিন্তু সমিতিপাড়া বাজারে কোনভাবেই জনসমাগম কমছে না। যেন কানে যাচ্ছে না প্রশাসনের প্রচারনা। দিনরাত আড্ডা বসে দোকানপাটে।
সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)কে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আত্মরক্ষায় প্রশাসন নিয়মিত প্রচারণা চালাচ্ছে। মানুষকে সতর্ক করছে। দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
তবুও সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলার অভিযোগে অভিযান চালানো হয়।
প্রাথমিকভাবে সতর্কতামূলক তিনজনকে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, করোনার সংক্রমণরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন। নিজের, পরিবারের এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করুন।
সরকারি নির্দেশনা অমান্য ও চায়ের দোকান খোলা রাখায়
সমিতিপাড়ায় ৩ জনকে জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
