জাওয়ান উদ্দিন :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এলাকার বিভিন্ন মসজিদ, বাড়ী, নালাসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন মসজিদ, বাড়ী, নালাসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের করা হয়।

এই সময় করোনার সংক্রমণ রোধ করতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে ও ঘরে থাকার অনুরোধ করা হয়।

এসব জনসেবা মূলক কাজে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তারিকুল ইসলাম শামীম, তেতৈয়া তাফহিমুল কোরআন আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি আয়ুব আলী খান, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অনিক আশ্চর্য্য, শহিদুল ইসলাম বাপ্পি ও সদস্য ফারুক খান, খুরুশকুল ৩নং ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিব, মুনিরিয়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসা ছাত্রলীগনেতা রমিজ।