মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে প্রথম সারির সেনানী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্ট সকলের জন্য পুরস্কার ঘোষনার দাবী জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে শুক্রবার ৩ এপ্রিল একটা পোস্ট দিয়ে বলেছেন, কোভিড-১৯ নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে প্রণোদনা দেওয়া এবং পুরস্কারের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

নিন্মে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ফেসবুক আইডি’তে দেওয়া পোস্টটি হুবহ তুলে ধরা হলো :

“কভিড-১৯ করোনা ভাইরাস, এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারির সেনানী, ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের প্রনোদনা দেওয়া এবং পুরস্কার এর ব্যবস্থা গ্রহন করা সময়ের দাবী।”

শুক্রবার বেলা ২ টার পর দেওয়া পোস্টটিতে প্রচুর লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে গেছে।