প্রতীকী ছবি

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার দুই ঘন্টা পর ঈশিতা (৯) নামে এক শিশুছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে পায়ে হেটে মাতামুহুরী নদী পার হওয়ার সময় লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তমআলী চৌধুরী পাড়া পয়েন্টে ওই শিশুছাত্রী নিখোঁজ হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধারে তৎপরতা চালায়। কিন্তু তারা ব্যর্থ হওয়ার পর জেলেরা নদীতে জাল ফেলে ওইদিন দুপুর ১২টার দিকে শিশুছাত্রী ঈশিতাকে উদ্ধার করে। নিহত শিশুছাত্রী ঈশিতা উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তমআলী চৌধুরী পাড়া এলাকার আমির হোসেনের কন্যা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, পায়ে হেটে মাতামুহুরী নদী পার হওয়ার সময় নিখোঁজ হওয়া শিশুছাত্রীকে জেলেরা উদ্ধারের পর ওইদিন সন্ধ্যায় তার নামাজে জানাজা শেষে তাকে স্থাণীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।