মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাসজনিত সংকটে প্রতিরাত্রে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ২শ’ পেকেট রান্নাকরা খাবার বিতরণ হবে। নিন্মআয়ের নিরন্ন, অসহায়, গরীব, দুস্থ, ভবঘুরে মানুষকে রান্নাকরা এ খাবার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।বৈশ্বিক মহামারি ভয়াবহ করোনা ভাইরাস জনিত মানুষকে ঘরে থাকতে যতদিন সরকারি নির্দেশনা থাকবে এই মানবিক কর্মসূচীও ততদিন অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্র।

বৃহস্পতিবার ২ এপ্রিল দিবাগত রাত হতে এ কর্মসূচী শুরু হয়েছে। কক্সবাজার সদরের ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ’কে প্রধান সমন্বয়কারী করে এ মানবিক কর্মসূচী পরিচালনা করা হবে। এনজিও এসিএফ এর সহযোগিতায় সদরের ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফের নেতৃত্বে জেলা ও সদর উপজেলা প্রশাসনের একটি টিম বৃহস্পতিবার রাত্রে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে তৈরি করা খাবার ও পানি বিতরণ করেন।