করোনা ভাইরাসের কারণে দেশ কর্মহীন দেশের এমন সময়ে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বেড়েছে দূর্ভোগও। এমন সংকটময় পরিস্থিতিতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বখতিয়ার আলামের নিজস্ব উদ্যোগে মহেশখালী উপেজলার ধলঘাটা ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।ও সাধারণত জনগনের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সারাবিশ্বের এই ক্রান্তিলগ্নে বিত্তবান ও সামর্থ্যবানের পাশে থাকার অনুরোধ করেন। তার সাথে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার অনুরোধ করেন।