বার্তা পরিবেশক:
চাঁদা না দেওয়ায় কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ডিককুলে দলবল নিয়ে রাতের আধঁারে বাড়ি ভাংচুর স্থানীয় নাসির উদ্দিনের নেতৃত্বে একদল হামলাকারী। মঙ্গলবার রাত ৩ দিকে এ ঘটনা ঘটনা ঘটে।

বাড়ির মালিক বিজিক্যাম্প সিকদার পাড়ার গোলাম বারি সিকদারের পুত্র সৈয়দুল হক জানান, স্থানীয় মৃত মনির আহমদের পুত্র নাসির উদ্দিন দীর্ঘদিন যাব’ বাড়ি নিমার্নে বাধা দিয়ে আসছিল। বাড়ি নিমার্ন করতে গেলে তাকে টাকা দিতে হবে। অন্যতায় বাড়ি নিমার্ন না করার জন্য বলে আসছিল। আমি আমার জায়গায় বাড়ি নিমার্ন করে আসার পর গতকাল রাতে নাসির লোকজন নিয়ে আমার বাড়ি ভাংচোর করে পাশে নদীতে নিমার্ন সামগ্রী ফেলে দেয়। কেউ না থাকার সুযোগে ভাংচুর চালিয়ে সবকিছু লুটতরাজ করে। সকালে আমি গিয়ে দেখি সব তছনছ করেছে নাছিরের নেতৃত্বে বাহিনী। এখন উক্ত বাড়ির মালিক ছৈয়দুল হক নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান। তিনি চাঁদাবাজ নাসিরের বিরুদ্ধে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।