মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
রামু ও চকরিয়া থেকে ট্রাক সহ বিপুল পরিমান চোরাই কাঠ উদ্ধার করেছ উত্তর বনবিভাগ। পুরো দেশ যখন করোনা’ আতংকে নীরব নিস্তব্দ, ঠিক সে সময়কে পুজি করে কক্সবাজারের রামুতে বনদস্যুরা অবাধে কাঠ পাচার অব্যাহত রেখেছে, মরনব্যাধী করোনাকে ও তোয়াক্কা করছেনা। বনাঞ্চল থেকে কেটে পাচার কালে বিপুল পরিমান চোরাই কাঠ উদ্ধার করেছে বনবিভাগ।
১ এপ্রিল বুধবার ভোর ৬ টায় কক্সবাজার উত্তর বনবিভাগীয় কর্মকর্তা মোঃ তহিদুল ইসলামের নির্দেশে বাকখালী রেঞ্জের ঘিলাতলী বিটের বনাঞ্চলে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করে।
বাকখালী রেঞ্জ কর্মকর্তা আবু খায়ের মোঃ আতা ইলাহী জানান , গোপন সংবাদের সুত্র ধরে উত্তর বনবিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে গর্জন সহ বিবিধ প্রজাতির এসব কাঠ উদ্ধার করা হয়।
অপর দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের টহল ওসি এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ৩১ মার্চ রাতে অভিযান চালিয়ে চকরিয়া কলেজ গেইটস্হ সড়ক থেকে পাচার কালে চোরাই কাঠ ভর্তি একটি ট্রাক আটক করেন।
রামু ও চকরিয়া থেকে ট্রাক সহ বিপুল পরিমান চোরাই কাঠ উদ্ধার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
