আমিনুল হক, মহেশখালী
মহাদুর্যোগ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহেশখালীকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এর উদ্যোগে ও এ্যাকশন এগেইন্সট হাঙ্গার (এসিএফ) এর সহযোগিতায় মহেশখালীর পৌরসভা এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়েছে।
৩১ মার্চ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, জীবাণুনাশক স্প্রে করার ফলে মানুষ রোগবালাইয়ের হাত থেকে অনেকাংশে রক্ষা পাবে। এসিএফ ভাল কাজটি করে মানবতার প্রমান দিল।
করোনারোধে মসজিদ ও মন্দিরেও জীবণুনাশক স্প্রে করার ব্যাপারেও তাগিদ দেন ইউএনও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডাঃ মোঃ মাহফুজুল হক সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়ার পাশাপাশি সবাইকে সচেতন থাকতে এবং আতংকিত না হতে পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন -এসিএফের ডিপিএম মোতাহার হোসেন, এসপিও মোঃ আব্দুল্লাহ আল ফারুক, মোস্তাফিজুর রহমান, পিও নাজেমুস সাদাৎ মোহাম্মদ শাওন, রফিকুল ইসলাম, রুমন মিয়া ও পারভেজ হোসাইন।
পরে দুটি ডাম্পারে করে ৪০০০ লিটার জীবাণুনাশক উপজেলা পরিষদ, থানা, মহেশখালী হাসপাতাল চত্ত্বর ও পৌরসভার রাস্তাঘাট সমূহে ছিটানো হয়।
শেষে ১৫টি হ্যান্ড ওয়াশিং ডিভাইস মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে জনগণের হাত ধোয়ার জন্য স্থাপন করা হয়।
মহেশখালী পৌর এলাকায় ছিটানো হলো জীবাণুনাশক পানি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।