সিবিএন ডেস্ক
ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে বলে তিনি জানিয়েছেন। ফলে ৯ এপ্রিল যেহেতু বৃহস্পতিবার আর পরবর্তী দু’দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ এপিল পর্যন্ত ছুটি থাকবে।

মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সাধারণ ছুটি দিয়েছিলাম। হয়তো আরও কয়েকদিন ছুটি বাড়ানো হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন। সেখানে যাতে কোনোভাবে এ রোগের প্রাদুর্ভাব দেখা না দেয়, সেই সময়টা হিসাব করেই ছুটি বাড়ানো হবে। আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম, এটা ১৪ দিন হতে পারে। ২৬ মার্চ থেকে শুরু হওয়া ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে।’

তিনি বলেন, ‘ছুটি বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থাটাও চালু করতে হবে। কোন কোন ক্ষেত্রে এটা আমরা করবো তা চিন্তাভাবনা করে বলবো। যোগাযোগের ক্ষেত্রে শ্রমিক শ্রেণি যারা রয়েছেন, তাদের বিষয়টি আমাদের চিন্তা করতে হবে।’