কায়সার হামিদ মানিক,উখিয়া :
তৃতীয় দিনের মতো উখিয়ায় পথ শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেধাবী,পরিশ্রমী,সবার আস্থাভাজন,গরীব দুঃখী,মেহনতি মানুষের পাশে দাড়ানো যার একমাত্র পেশা তিনি হলেন,উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন।গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ তহবিল থেকে পথ শিশুদের মাঝে ৫০০ শত প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।কয়েকজন পথ শিশুদের কাছে জানতে চাইলে তারা জানান,আমরা গরীব তাই এই খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছি।এব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন বলেন, সারাদেশের মতো উখিয়াতে ও করোনাভাইরাস থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন,মাইকিং করে দোকানপাট,যান চলাচল,বন্ধ করে দেওয়ার ফলে খেটে খাওয়া মানুষ গুলো আজ অসহায় হয়ে পড়েছে তাই তাদের পাশে দাড়াতে পেরে আজ নিজেকে বাংলাদেশের একজন নাগরীক হিসেবে গর্ববোধ করছি।যদি আমার মতো কিছু বিত্তবান লোক অসহায় মানুষের পাশে দাড়ায় তাহলে খেটে খাওয়া মানুষ গুলো তাদের সন্তানদের মুখে কিছু অনাহার তুলে দিতে পারবে,এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মানিক খান, গণ শিক্ষাবিষয় সম্পাদক সাইফুল ইসলাম,রাজাপালং ইউনিয়নে সভাপতি আলমগীর ফরিদ নিঝুম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কলেজ যুগ্ন সম্পাদক ইসহাক মাহমুদ, তারেক,ফাহিম,আবুল হাসেম,ওসাম,ফয়সাল,জাহেদ,সাদেক,রফিক, হিরু,সালামসহ প্রমুখ।