ইমাম খাইর

প্রতিদিনের মতো মর্নিংওয়াকে বের হলাম।
হেঁটে শহরের বাহারছরা হয়ে জেলা পরিষদ ভবনের গেট পর্যন্ত পৌঁছলে বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা। লাঠিতে ভর করে হাঁটছেন। ভাঁজ পড়েছে চামড়ায়। ভালোভাবে দেখেন না, শুনেন না।
করোনার ভয়ে মুখে লাগানো ওয়ান টাইম মাস্কটিও নষ্ট হয়ে গেছে।

কৌতুহল জাগলো, এত ভোরে লোকটি কয় যায়? জিজ্ঞেস করলাম। জবাব, ভিক্ষা করতে বেরিয়েছেন।
ভোরে তো মানুষজন নাই। ভিক্ষা কে দিবে?

বললেন, ‘দিনের বেলায় সেনা বাহিনী, পুলিশের গাড়ি দেখলে ভয় হয়। তাই সকাল সকাল কিছু পাওয়া যায় কিনা, দেখতে বের হলাম। রিজিকের মালিক আল্লাহ। রিজিকে থাকলে পাব।’

বলতে বলতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পর্যন্ত পৌঁছলাম।
এরপর পরিচয় জানতে চাইলাম।

প্রথমে লোকাতে চেয়েছিলেন। রোহিঙ্গা কিনা জিজ্ঞেস করলে ‘না’ উত্তর। তারপর সব খোলাসা করেন।

রশিদ আহমদ, ১০৫ বছর বয়স।
পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়ার বাজারের দক্ষিণে ৫ নং গলিতে বড় মেয়ে বেবির বাসায় বয়োবৃদ্ধ স্ত্রীসহ বসবাস।

তিন মেয়ের সবাই বিয়ে দিয়েছেন। কোন ছেলে সন্তান নাই। মেয়ের জামাতারাও কাজকর্ম করে কোন রকম সংসার চালায়। সবার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একে অপরকে সাহায্য সহযোগিতা করার মতো কোন সুযোগ নাই।

বয়োবৃদ্ধ রশিদ আহমদ দিনমজুরি করে সংসার চালাতেন। খুব কষ্ট করে ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন।

কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কবরস্থান পাড়ায় এক মেয়ের বাসা। মাঝেমধ্যে সেখানেও থাকেন। ওই সুবাদে সেখানে ভোটার।

ভিক্ষা কেন করছেন? প্রশ্ন করলাম।
তারপর দুঃখের বর্ণনা।

তিনি জানান, প্রায় ১৫ বছর আগে গাড়ি থেকে পড়ে কোমর ভেঙে যায়। অভাবি সংসারে ভাতের টাকা নাই। চিকিৎসা কি সম্ভব? কোন রকম হাতুড়ে চিকিৎসা নিয়েছেন। বয়স বেড়েছে। কোমরের ব্যথাও বাড়ছে দিন দিন। পেটের দায়ে বের না হয়েও উপায় নাই। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠিতে ভর করে হলেও বের হলেন।

গতকাল শনিবার ভিক্ষা করে ৫০ টাকা পেয়েছেন। আজ রবিবারের ভাগ্যে কি জোটে জানেন না।
বৃদ্ধ রশিদ আহমদ ভিক্ষা করছেন ৮/১০ বছর। এর আগে ছোটখাটো কাজ কর্ম পেলে করতেন।

#করোনা ভাইরাসের কারণে আজ চারিদিকে আতংক। মানুষজন হোম কোয়ারেন্টাইনে। অনেকটা গৃহবন্দি। বাজারের দোকানপাট প্রায় বন্ধ। নিম্ন আয় ও দৈনিক আয়ের মানুষগুলোর ভাতের টাকা নেই।
টাকা দেওয়া ও নেওয়ার ভিক্ষুকও ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে সামনে কি হয়, আল্লাহই জানে।
#আসুন, সাধ্যমতো বৃদ্ধ, অসহায়, অভাবি মানুষগুলোর পাশে দাঁড়াই।

 

ইমাম খাইর
বার্তা সম্পাদক
কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)
মোবাইলঃ ০১৮১৫৪৭১৪০০