প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৬ জনকে আটক করেছে। গত ২০ মার্চ  সকাল হতে ২১ মার্চ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোঃ মাসুম খান, পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই তৈমুর ইসলাম, এসআই সুমন তালুকদার, এসআই এমরান হোসেন, এসআই জালাল উদ্দিন ভুঁইয়া, এসআই রাশেদুল কবির, এসআই রুহুল আমিন, এসআই কাঞ্চন দাশ, এসআই ফরিদ, এএসআই(নিঃ) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং-৪৭/২০২০ ইং ধারা- পেনাল কোড-২৯০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মোঃ মবিন, পিতা- মৃত ইলিয়াস, সাং- দক্ষিন রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার।

২। ইসরাত জাহান মিম, স্বামী- সোহেল মিয়া, ব্লক-এম, রোড বনশ্রী, মিরপুর, ঢাকা

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৯৫/৯৫ তারিখ-২৭/০১/২০২০ ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। গিয়াস উদ্দিন, পিতা- বদি আলম, সাং-বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং-৪৮/২০২০ তারিখ-২১/০৩/২০২০ ইং ধারা-পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৪। নাজিম উদ্দিন, পিতা- ফজলুল হক, মাতা-বেগম ফরহাদ, সাং-পদুয়া ছগিরা পাড়া, থানা-লোহাগড়া, চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-মধ্যম বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজার

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৫১ তারিখ-১৮/০৩/২০২০ইং ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৪২৭ পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৫। আমিন উল্যাহ, পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-জুলেখা বেগম, সাং-উল্টাখালী, ৯নং ওয়ার্ড, ভারুয়াখালী, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৩৭ তারিখ-১৩/০৩/২০২০ ইং ধারা-আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন (সং/২০১৯) এর ৪/৫ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৬। শাহীন, পিতা-মাহবুব আলম, মাতা-দিলদার বেগম, সাং-ছাতি পাড়া, ২নং ওয়ার্ড, জালালবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-১২৪ তারিখ-২৯/০৯/২০১৯ ইং ধারা-৩৯৯/৪০২ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৭। মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মোঃ আমান উল্লাহ, মাতা-ফিরোজা বেগম, বাংলাবাজার, মধ্যম নয়া পাড়া, ৫নং ওয়ার্ড, পিএম খালী, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং-৬০ তারিখ-২০/০৩/২০২০ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৮। শেখ আহম্মদ, পিতা-ডাঃ মোঃ ইছাক, মাতা-আয়েশা খাতুন, সাং-দক্ষিণ ঘোনার পাড়া, ডাঃ ইছাকের বাড়ী, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

৯। মোঃ আব্দুস শুকুর, পিতা-মৃত আলতাফ হোসেন, মাতা-মাহমুদা বেগম, দক্ষিণ ঘোনার পাড়া, মীর কাশেমের বাড়ী, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

এনজিআর-৪২১/১৯, ধারা-৫০৬ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। আলমগীর, পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং-উত্তর মামুন পাড়া, খুরুস্কুল, থানা ও জেলা-কক্সবাজার।

এনজিআর-৪১৩/১৯, ধারা-৫০৬ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। মনিরুল, পিতা-বাচা মিয়া, সাং-কাউয়ার পাড়া, খুরুস্কুল, থানা ও জেলা-কক্সবাজার।

সিআর-১০১৭/১৮, ধারা-৪৪৮/৩৮২/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। মোহাম্মদ ইসহাক, পিতা-মোহাম্মদ হোছন, সাংপশ্চিম পোকখালী, বাঁশখালী পাড়া, পোকখালী, থানা ও জেলা-কক্সবাজার।

সিআর-৫৫০/১৯, ধারা-৪৪৭/৩২৩/৪৪৮/৪২৭/৩৫৪/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতার আসামী

৪। মোঃ শাকিল, পিতা-নুর আহম্মদ, সর্বসাং-ঈদগাঁও, মধ্যম মাইজপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৫। নুর আহম্মদ, পিতা-মৃত মোঃ কালু, সাং-ঈদগাঁও, মধ্যম মাইজপাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

জিআর-১১৪/১৭, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতার আসামী

৬। আক্তার কামাল, পিতা-নূর আহম্মদ, সাং-হ্নীলা পাড়া, মধ্যম নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা-কক্সবাজার।

৭। ইউসুপ জালাল, পিতা-আবুল কাশেম, সাং-হ্নীলা পাড়া, মধ্যম নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।