মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দের নেতৃত্বে শনিবার ২১ মার্চ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রয়ের অপরাধে এসময় সর্বমোট ৬ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দরুণ উদ্ভুত পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধকল্পে কক্সবাজার জেলায় বাজার গুলোর সর্বত্র এ মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে সিবিএন-কে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন।