সিবিএন ডেস্ক
সংক্রামক ব্যাধি কোভিড-১৯ এর ছড়িয়ে পড়া ঠেকাতে জামিন শুনানির জন্য কারান্তরীণ আসামিকে আদালতে স্বশরীরে হাজির না করাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এমন আদেশ জারি করেন। দেশের সব আদালতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের সতর্কতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল প্রধান বিচারপতি বলেছেন, করোনা ভাইরাসের সতর্কতার জন্য দেশের বিচারিক আদালত বন্ধ থাকবে কি না বিচারপতিরা বসে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এর মধ্যেই আসামি উপস্থিত না করার এ আদেশ এলো।

করোনাভাইরাসে ইতিমধ্যে বাংলাদেশে এক নাগরিকের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১৭জন। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছেন প্রবাসীসহ পাঁচ হাজার নাগরিক।