প্রেস বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম জজ কোর্টের তরুণ আইনজীবী মো. আজিজুল হক এর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসা খরচ যোগাতে গিয়ে আজিজের পরিবার আজ প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

চিকিৎসা অসমাপ্ত রেখে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে। ডাক্তারদের ভাষ্যমতে, এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। চিকিৎসার জন্য প্রতিমাসে ইঞ্জেকশন ও ওষুধ বাবদ অনেক টাকার প্রয়োজন।

ডাক্তারেরা আরো জানান, তার খাদ্যনালীর সার্জারির জন্য আরো ১০-১২ লাখ টাকা প্রয়োজন। আজিজের পরিবার স্বল্প আয়ের মানুষ। উক্ত চিকিৎসার ব্যয়ভার করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। সুতরাং চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যেতে অপারগ হয়ে সকলের নিকট তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

যে যার অবস্থান থেকে একটু সাহায্য সহায়তা করলে আজিজ হয়তো চিকিৎসার করতে পারবে এবং সুস্থ্য হয়ে উঠবেন। আজিজ দেখুক পৃথিবীর মানুষ এখনো মানুষের জন্য ভাবে। আজিজের নব-বিবাহিতা স্ত্রী (সন্তান সম্ভবা) জানুক তার স্বামীর জন্য অনেকেই এগিয়ে আসছেন। আজিজের অনাগত সন্তান জন্ম নিয়ে দেখুক অন্য অনেকের মতো তার ও বাবা আছে!

সাহায্য পাঠানোর ঠিকানা
Md. Azizul Hoque
Account No: 0313201000006421
United Commercial Bank Ltd.
Chawkbazar Branch(031)
বিকাশ নম্বর (ব্যক্তিগত)- ০১৮২২৯৫৮৮২৬।