সংবাদ বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মহেশখালী মাতারবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মো. রইচ উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোক বিবৃতিতে হামিদ আযাদ বলেন, আমরা একজন শিল্প উদ্যোক্তাকে হারালাম। মরহুম রইচ উদ্দিন এলাকার মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতেন। জীবদ্দশায় চিন্তা করতেন অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত মানুষের জীবনমান নিয়ে। তিনি সর্বমহলে পরিচিত ও অমায়িক ব্যক্তি ছিলেন। মহান আল্লাহর কাছে এমন মানুষটির জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি।