নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বন বিভাগ ও বাকঁখালী রেঞ্জের যৌথ অভিযানে ৩৬ টি গর্জন ও তেলসুর লম্বা তক্তা জব্দ করা হয়েছে। একই অভিযানে ২ টি সমিলে অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার আরএফ সেগুন বল্লী, এবং ৫০ ঘনফুট বিবিধ গোলকাঠ জব্দ করেছে বন বিভাগ।
রামু উপজেলা সদরের নিকটবর্তী এলাকায় শুক্রবার (১৩ মার্চ) ভোররাত থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এতে জড়িত কাউকে আটক করা হয় নি।
জব্দকৃত বনজদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা বলে জানান বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী।
তিনি জানান, কাঠচোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।