মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

একটি অবৈধ এলজি ও ২ রাউন্ড তাজা গুলি রাখার দায়ে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাহমুদুল হাসান একজন আসামীকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। কারাদন্ড আসামি হলো-কক্সবাজার সিটি কলেজের পাশে দক্ষিণ রুমালিয়ার ছরার মৃত ফরিদুল আলম ও ফাতেমা খাতুন প্রকাশ বলি ফাতেনির পুত্র রায়হান উদ্দিন। বিষয়টি একই আদালতের এপিপি অ্যাডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী সিবিএন-কে নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো-২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারী পৌনে ৪ টার দিকে কক্সবাজার শহরের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটা থেকে আসামী রায়হান উদ্দিনকে একটি অবৈধ এলজি ও ২ রাউন্ড তাজা গুলি সহ পুলিশ আটক করে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার তৎকালীন এসআই মানষ বড়ুয়া বাদী হয়ে মামলা দায়ের করে। যার সদর মডেল থানা মামলা নম্বর : ১০১/২০১৭ ইংরেজি, জিআর মামলা নম্বর : ২০২/২০১৭ ইংরেজি ও এসপিটি মামলা নম্বর : ৬৩/২০১৭ ইংরেজি। মামলায় ৬ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহন, জেরা, যুক্তিতর্ক শেষে কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাহমুদুল হাসান আসামী রায়হান উদ্দিনকে ১৮৭৮ সালের আর্মস এ্যাক্টের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, একই আদালতের আইন কর্মকর্তা, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ.কে ফজলুল হক চৌধুরী এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ।