ছবির মেয়েটির নাম রোকসানা আকতার সানি, বয়স- অনুমানিক ১৪ বছর, পিতা- শামসুল আলম, মাতা- ছারা খাতুন, ঠিকানা- রুমখাঁ চৌধুরী পাড়া, ৯নং ওয়ার্ড, ইউনিয়ন- হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।

পিতার আর্থিক সংকটের কারণে ৭ বছর বয়স থেকে মেয়েটি তার বড় বোন রোবাইদা বেগম, স্বামী হাফেজ হাবিব উল্লাহ, ঠিকানা- ৬নং ওয়ার্ড, ইউনিয়ন- জালিয়াপালং, উখিয়া এর বাড়িতে লালন-পালন হয়েছে। গত ৮ মার্চ সকাল অনুমান সাড়ে ৮টায় বোনের বাড়ি থেকে বের হয়ে আজ পর্যন্ত বাড়িতে ফিরেনি। তার শারীরিক গঠন- গায়ের রং- শ্যামলা, উচ্চতা- অনুমান ৪ ফুট ৮ ইঞ্চি, মুখ গোলাকার , হালকা গড়ন, চোখ নীল, হারানোর সময় গায়ে কালো স্টেপের কামিজ ও কালো প্যান্ট পরা ছিলো।

নিখোঁজ রোকসানা আকতার সানির ভগ্নিপতি হাফেজ হাবিব উল্লাহ বলেন, কারো সাথে প্রেমঘটিত কোনো সম্পর্ক আছে বলে কোনো সময় আমরা টের পাননি। আমাদের সন্দেহ হচ্ছে কোনোভাবে মেয়েটি বাড়ি থেকে হয়ে কোনো খারাপ লোকের খপ্পরে পড়ে নিখোঁজ হয়ে আছে। যেখান থেকে সে কোনোভাবেই উদ্ধার বা আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না। এ কারণে আমাদের সন্দেহ হচ্ছে সে আটকা পড়ে বড় বিপদের মধ্যে রয়েছে। তার খোঁজ না পাওয়ায় পরিবারের সবাই শোকে মূহ্যমান হয়ে পড়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি এই মেয়েটিকে কোথাও দেখলে বা কোন রকম খোঁজ পেলে ০১৮১৫-৩৬৪১৭০/০১৮৯০-৬৫৫৫৮৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।