সংবাদ বিজ্ঞপ্তি
বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমদের ষষ্ঠ গুম দিবস উপলক্ষে দোয়া মাহফিল করেছে প্রবাসী কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ-সৌদিআরব শাখা।
ঐক্য পরিষদের আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০ দলীয় জোট ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্রের দায়িত্ব পালনকালে ২০১৫ সালে ১০ মার্চ আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র মুখোশধারীদের হাতে সালাহউদ্দিন আহমদ অপহৃত হন।
দীর্ঘ ৬২ দিন গুম করে রাখার পর ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তার সন্ধান পাওয়া যায়। সালাউদ্দিন আহমেদকে হত্যা করার মাধ্যমে দেশের একটি সম্ভাবনাকে চিরতরে বিদায় দিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন পরিষদের সদস্যসচিব এইচ এম ওসমান গনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুল আলম ফরিদ, সৌদি আরব প্রবাসী রামু উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আয়ুব, সৌদি আরব প্রবাসী কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ফজল কাদের, কাসেম আহমদ।
উপস্থিত ছিলেন -একরামুল হক, আব্দুল হামিদ, তৌহীদুল ইসলাম সিকদার, তৌহিদুল ইসলাম, মনজুর আলম, সাইফুল ইসলাম, আবু তৈয়ব, লুৎফুর রহমান, রুবেল, আবুল হোসেন।