সিবিএন :
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। ১১ মার্চ (বুধবার) রাত ১১.৩০টায় টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভে রোহিঙ্গা সন্ত্রাসী ও র্যাবের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে ।
র্যাব সুত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় রোহিঙ্গা ডাকাতদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১ টি এক নলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এতে র্যাবের ৩ সদস্যও আহত হয়েছে।
উল্লেখ্য , নিহত নুর কামাল @ সোনাইয়া গত ৩০ ডিসেম্বর ২০১৯ এ ২ জন র্যাব সদস্যকে গুলি করে আহত করে। উক্ত ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসী জকির বাহিনীর ৭ সদস্য নিহত হয়।
আরো উল্লেখ্য, টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থান নিয়ে অস্ত্রধারী জকির বাহিনী সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা, খুন অপহরণ সহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল। এর আগেও সন্ত্রাসীদের সাথে র্যাবসহ আইন শৃংখলা বাহিনী গুলোর গোলাগুলির একাধিক ঘটনা ঘটেছিল। এতে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নুরুল আলমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হন।