মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান)
আলীকদমে কারিতাসের এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্যোগে তিন দিন ব্যাপী তিন ব্যাচে ৯০ জন কৃষককে এগ্রো-ইকোলজি বিষয়ক ফলোআপ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানান, তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে ৮ মার্চ ৩৩ জনকে পশুপালন, ১০ মার্চ ২৭ জনকে জৈবকৃষি, ১১ মার্চ ১৫ জনকে বাগান ও ১৫ জনকে জুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে কৃষি প্রতিবেশ সংরক্ষণে কৃষকের ভূমিকা, বিজ্ঞান সম্মত পদ্ধতিকে চাষাবাদ, বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি, এগ্রো-ইকোলজি পদ্ধতিতে রোগ ও পোকা দমন, উৎপাদিত পন্য বাজারজাতকরন, এগ্রো-ইকোলজির সাথে সমন্বয় রেখে পশু-পালন, কৃষিকাজ, জুমচাষ, বাগান স্থাপনের উপর ফলোআপ প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়াও প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট তৈরি ও গাছে সার প্রয়োগের ওপর হাতে-নাতে ব্যবহারিক প্রদর্শন করা হয়। আগামীতে ২৫ জন মাছচাষী কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে এ প্রকল্পের উদ্যোগে।
কারিতাস সূত্র জানায়, এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেনউপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা থোয়াইনু মার্মা, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়, পেপ-সিএইচটি, বান্দরবানের জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিনু মার্মা ও এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা প্রমুখ। প্রশিক্ষণ সঞ্চলনায় ও ব্যবস্থাপনা করেন থোইসাং ও মাঠ সহায়কবৃন্দ।