পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় তাওহীদুল ইসলাম(২৩) নামে দোকানদারকে ছুরিকাঘাত করেছে এক দূর্বৃত্ত।

বুধবার দুপুর ১টার দিকে টইটং-বারবাকিয়ার সীমান্তের মৌলভী বাজার ষ্টেশনে এ ঘটনা ঘটে।

আহত দোকানদার পশ্চিম টইটং সোনাইছড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে। তাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত দোকানদার বলেন, আমি মৌলভী বাজার মাদ্রাসা মার্কেটে জাল বিতানের দোকান করি। প্রতিদিন মাদ্রাসা ছুটির সময় টইটং আমিন শরীফ মিয়া বাড়ির মৃত মোঃ মুছার ছেলে রবিউল আলম আমার দোকানে বসে মেয়ে শিক্ষার্থীদের ইভটিজিং করে থাকে। ঘটনার দিন দুপুরে মাদ্রাসা ছুটি হওয়ার সময় আবারে দোকানে বসে অশ্লীল ভাষায় কথা বলছিলেন। আমি তাকে বললাম এখন শিক্ষার্থীরা আসবে ভিতরে গিয়ে বসেন। এ কথা বলার সাথে সাথে তিনি দোকানে রক্ষিত ছুরি নিয়ে আমার বুকে বসিয়ে দেয়। আহত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, রবিউল আলমের কাজ হচ্ছে চুরি, ছিনতায় ও বখাটেপনা করা। প্রতিদিন কারো না কারো মোবাইল ছিনিয়ে নেবেই। আর শিক্ষার্থীরা তার অত্যাচারে অতিষ্ট। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।