মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম শহরের ওমর গণি এম.ই.এইচ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেনের পিতা, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ’র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সাতকানিয়ার মক্কারবাড়ি বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার ১১ মার্চ সকাল ১০ টায় অনুষ্ঠিত ইসলামের এই মনিষীর জানাজায় ওলামায়ে কেরাম, শিক্ষক, মরহুমের অসংখ্য ছাত্র, আইনজীবী, প্রকৌশলী, জনপ্রতিনিধি, পেশাজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষসহ সর্বস্থরের মুসল্লীর ঢল নামে। দুর দূরান্ত হতে মুসল্লীরা এসে জমায়েত হতে হতে সকাল পৌনে ১০ টার দিকে জানাজার বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজার মাঠে চলছিলো শোকের মাতম। প্রায় সকলের মুরব্বী প্রিয় এই মানুষটিকে হারিয়ে শোকে বিহ্বল ছিলো সকলে। মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ’র সুযোগ্য সন্তান, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন স্মরণকালের স্মরণীয় পিতার এই জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজার পূর্বে মরহুমের বর্ণাঢ্য কর্মময় আলোকিত জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন-জামেয়া জিরির মহাপরিচালক আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব, আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারী, একই মাদ্রাসার শিক্ষা পরিচালক শামসুদ্দিন জিয়া, চট্টগ্রাম দারুল মারিফের মহাপরিচালক মাওলানা ফোরকান উল্লাহ খলিল, জামেয়া লালখান বাজারের মহাপরিচালক মুফতি মাওলানা ইজহারুল ইসলাম, সৌদী আরব প্রবাসী ড. জাহিদ হোসেন প্রমুখ।

বিশাল নামাজে জানাজা শেষে মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ’কে বাবুনগর মক্কার বাড়ি কবরস্থানে মরহুমের পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গত, গত ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দেশবরন্য আলেম ও ওস্তাদ মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ (৯৫)
ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুম মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ চট্টগ্রাম সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসার সাবেক অধ্যক্ষ ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার মুহতামিম ছিলেন।