মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যতিক্রমধর্মী অভিযান শুরু করে মালুমঘাট হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর লক্ষ্যে মোটরসাইকেল চালাতে হেলমেট আবশ্যকতায় এ উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার হাঁসের দিঘী আর্মি ক্যাম্প এলাকায় দিনব্যাপী অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় অর্ধশত মোটরসাইকেল আটক করে এবং প্রত্যেককে হেলমেট পরিয়েই ছেড়ে দিয়েছে।
যাদের হেলমেট বাড়িতে রয়েছে তাদের আটক রাখা হয়। পরে বাড়ি থেকে হেলমেট এনেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওসময় হাইওয়ে পুলিশের গাড়িতে কয়েক ডজন নতুন হেলমেট রক্ষিত ছিল। যারা হেলমেট আগে নেননি পুলিশ তাদের একটি করে হেলমেট বিক্রি করে। হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্বগত জানিয়েছে সাধারণ লোকজন।
এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, মহাসড়কের আমার আওতাধীন এলাকায় হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল চলবে না। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হার কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নওফেল বিন আলম সহ সঙ্গীয় ফোর্স।