এইচ. এম. জসিম উদ্দীন , চট্টগ্রাম :

অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ স্বপ্নকথা প্রকাশনী থেকে বেরিয়েছে পলাশ দাশের ১ম কবিতাগ্রন্থ ‘কংকাল’।

বইটির প্রচ্ছদ করেছেন মামুনুর রশীদ এবং দাম রাখা হয়েছে ২২০ টাকা। ঢাকা আন্তর্জাতিক গ্রন্থমেলায় স্বপ্নকথা প্রকাশনের ১২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মেলা শেষে কক্সবাজার সদরের নন্দন বইঘরসহ দেশের বিখ্যাত লাইব্রেরীগুলোতে এটি পাওয়া যাবে বলে জানিয়েছেন তরুণ কবি পলাশ দাশ।

তিনি বলেন, কংকাল’ আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ। এ বইটি কবিতার শিরোনামে নামকরণ করা হয়েছে। শৈশব থেকে এ’ পর্যন্ত যা কবিতা লিখেছি তার থেকে বাছাইকৃত কবিতাগুলো ’কংকাল’-এ স্থান দিয়েছি। আশা করি, সকলের ভাল লাগবে।

পলাশ দাশ আরও বলেন, এই বইটি আমি বায়ান্নের মহান শহীদ ভাষা সৈনিকদের উৎসর্গ করেছি। আমি কংকাল’এর পাঠক প্রিয়তা ও বহুল প্রচার-প্রসারের জন্য সকলের নিকট দোয়া/আর্শীবাদ প্রার্থনা করছি।

কবি পরিচিতি:

পলাশ দাশ। পিতা-কাজল কান্তি দাশ। মাতা-দীপিত রানী দাশ। পেশায় প্রকৌশলী। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে তার বাড়ি।