সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৮ এপ্রিল (২০২০ ইং) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ মার্চ পর্যন্ত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যারা সদস্যপদ নবায়ন করবেন এবং নতুন সদস্য হবেন কেবল তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সমিতির অফিসে যোগাযোগ করে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জেবর মুল্লুক।

উল্লেখ্য, সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
সমিতির অধীনে দীর্ঘকাল থেকে আর্তসামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। যে কারণে এই সমিতির সুনাম রয়েছে সর্বস্তরে।
এই সমিতি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে নিবন্ধিত, যার নিবন্ধন নং-কক্স ৭৭/৯৫।