পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস।
মঙ্গলবার (১০মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাতের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে পেকুয়া উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সৌভ্রাত দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিকি মারমা, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মোঃ হারুন, উপজেলা মৎস কর্মকর্তা বেনজির আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা কামাল পাশা প্রমুখ।
উক্ত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।