নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের বিধি মোতাবেক রাজনৈতিক মুল দলে ৩৩% নেতৃত্বে নিশ্চিত করতে বললেন কক্সবজারের নারী নেত্রীরা। সোমবার (৯মার্চ) ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের এক অংশগ্রহণ মূলক সেমিনারে তারা এই দাবি জানান। এই সেমিনারে সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি কক্সবাজার জেলা ও বান্দরবানের অন্তত অর্ধশত নারী নেত্রী অংশ নেন। এছাড়াও সাংবাদিক ও বিভিন্ন এনজিও সংস্থার কয়েকজন প্রতিনিধি অংশ নেন।
এতে মুল পর্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও উপজেলা ভাইস-চেয়ারম্যান হামিদা তাহের, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র সিনিয়র রাজনৈতিক ফেলো ইউসুফ বদরী, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হুমায়রা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র চট্টগ্রাম আঞ্চলিক ম্যানেজার সদরুল আমিন। সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র কো- ম্যানেজার সদরুল সুমন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।