সিবিএন ডেস্ক
পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের বিষয়ে ইনকোয়ারি করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে— যা অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
সোমবার (৯ মার্চ) দুপুর দেড়টায় সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান সিআইডি’র অর্গানাইজড ক্রাইমের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের যে অভিযোগ তদন্ত করছেন, এর সঙ্গে তার স্বামী মতি সুমনের কোনও সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তকালীন বিষয়ে আমরা কিছু নাম পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সেগুলো বলা উচিত হবে না।’