সেলিম উদ্দীন, ঈদগাঁহ, কক্সবাজার :
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার খুটাখালী বনবিট এলাকার মইক্ক্যাঘোনায় অবৈধভাবে গড়ে তুলা ৪টি বসত ঘর উচ্ছেদ করে সংশ্লিষ্ট বনবিভাগ। এতে করে দখলমুক্ত হল বনবিভাগের জায়গা। ৯ মার্চ (সোমবার) সকালে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদের বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া জানান, খুটাখালী বনবিটের মইক্ক্যাঘোনায় অবৈধভাবে ৪টি বসত ঘর নির্মাণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুটাখালী বনবিট কর্মকর্তা রেজাউল করিম, স্টাফ,ভিলেজার নিয়ে সরজমিন দেখতে যায়। বিষয়টি উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলামকে জানানো হয়। তার নির্দেশনা মতে অবৈধ ৪টি ঘর উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়েছে। তিনি এ ধরনের অবৈধ স্থাপনা করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।