এম ডি মনছুর আলম মুন্না :
উখিয়ার পালংখালী ব্যাটালিয়ন (৩৪) বিজিবি) এর পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রহমতের বিল সাইক্লোন সেন্টার হতে সামান্য দক্ষিণ পূর্ব দিকে বেরিবাধ নামক স্থানে বিজিবি টহল চলার সময় মায়ানমার হতে বাংলাদেশ মুখী কিছু অজ্ঞাত লোক দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা বিজেবি কে লক্ষ্য করে গুলি করে। বিজেবি ও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। পরে ইয়াবা কারবারিরা গুলি করেত করতে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজেবি ঘটনা স্থলে মোঃ জুবায়েদ মিয়া(২২) কে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল তল্লাশী করে ২০,০০০পিস ইয়াবা ট্যাবলেট, পাইপ গান ০১টি, ০২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। নিহত ইয়াবা কারবারি হল মোঃ জুবায়েদ মিয়া ২২, পিতা-মৃত ইউনুস আলী,লেদা রেজিস্টার্ড ক্যাম্প, ব্লক-এ বলে জানাগেছে।